Advertisement


মোস্তফার নৌকা মোস্তফার কাছেই থাকলো


নিউজরুম।।

একদিন আগে নিজের ফেইসবুক ওয়ালে লিখে জানিয়েছিলেন, নিজের নৌকা নিজের কাছেই থাকার কথা। কথা দিয়েছিলেন, নৌকা তিনি নিয়েই আসবেন। - আজ মনোনয়ন বোর্ডের মুলতবী সভা শেষে তারই যেনো প্রতিফলন দেখলো হোয়ানকবাসী। 

কেন্দ্রীয় আওয়ামীলীগ আরও একবার তার উপর আস্থা রেখে নৌকা তুলে দিলো হোয়ানকের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামালের হাতেই।  এ ঘোষণা ছড়িয়ে পড়লে এলাকায় আনন্দ মিছিল বের করে তার কর্মী সর্মথর্করা।