Advertisement


হোয়ানকে তরুণদের আস্থা ‘মুরাদে’


বিশেষ প্রতিবেদক।।

যেকোন নির্বাচনেই সবচে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠে তরুণ ভোটাররা। সেই হিসেবে আগামী ১১ এপ্রিল অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নিবার্চনে প্রভাব ফেলতে পারে এই তরুনরা। হোয়ানক ইউনিয়নের নানা প্রান্তের বেশ কিছু তরুণের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীও আরেক তরুণ নেতা ওয়াজেদ আলী মুরাদ।

ছনখোলা পাড়ার সালমান ও শুভ নিলয় প্রতিবেদককে আলাপে বলেন, “ আমাদের এখানে সবাই মুরাদ ভাই ছাড়া অন্যকিছু বুঝে না। মুরাদ ভাই তরুন। তিনিই হোয়ানকের চেয়ারম্যান হিসেবে অধিকতর যোগ্য”।

বিশ^বিদ্যালয় পড়–য়া হোয়ানকের একাধিক ছাত্রের সাথে কথা বলেও একই নির্বাচন দেখা গিয়েছে। তারাও প্রত্যেকেই মুরাদে আস্থা রাখতে চায়। অনেকের বিশ^াস মুরাদ একজন সাবেক ছাত্র নেতা হওয়ায়, তিনিই তরুণদের চাওয়া-পাওয়া ভালো বুঝবেন, সবসময় তরুণদের পাশে থাকবেন।

এদিকে ভোটের মাঠে থাকা মহেশখালী ছাত্রলীগের সাবেক এই আহবায়কের গণসংযোগেও আনুপাতিকহারে তরুণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কী তরুণরা মুরাদে আস্থা রাখবে ? যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই- এই আপ্ত বাক্য মেনে নিয়ে শেষঅব্দি অপেক্ষা করতে হবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।