Advertisement


মহেশখালীর হোয়ানকে জামাইয়ের হাতে শাশুড়ি খুন ?

রকিয়ত উল্লাহ ।। মহশেখালী উপজেলার হোয়ানকে জামাইয়ের হাতে শাশুড়ি খুন হয়েছে বলে জানা গেছে। আজ রাত ১০টার দিকে মহেশখালী হোয়ানক বড় ছাড়া পূর্ব মাঝের পাড়ায় শফি আলম প্রকাশ ক্যা-থর স্ত্রী মমতাজ(৪৫) তার নিজের মেয়ের জামাই হোসন (২৮) সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে হাতাহাতিতে শাশুড়িকে কিল, ঘুষি ও লাথি মেরে আঘাত করে। এর কিছুক্ষণ পরেই মমতাজ বেগমের মৃত্যু হয়। 

এদিকে ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মজিদ বলেন, জামাই ও শাশুড়ির মধ্য জগড়া হয়েছে শুনেছি। তবে কিসের আঘাতে বা কি কারণে মারা গেছে সেটা জানি না। এদিকে ঘাতক হোসেনকে স্থানীয়রা আটক করে মেম্বারের কাছে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

মহেশখালী থানার তদন্ত ওসি আশিক ইকবাল বলেন পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। তবে বিষয়টা ক্লিয়ার হয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।