Advertisement


কক্সবাজারের ১৫ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সৈয়দুল কাদের।। কক্সবাজারের ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন ক্ষেত্রে তরুণরাই প্রধান্য পেয়েছে। একাধিক ইউনিয়নে নতুন মুখ এসেছে। এর মধ্যে জেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত বর্তমান চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন পাননি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চুড়ান্ত প্রার্থী তালিকা প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুসারে যারা দলের মনোনয়ন পেয়েছেন তারা হলেন মহেশখালীউপজেলার হোয়ানক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল, মাতারবাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, কুতুবজুম ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল।

কুতুবদিয়ায় আলী আকবর ডেইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, বড় ঘোপে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, কৈয়ারবিলে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আজমগীর মাতবর, লেইমশীখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উত্তর ধুরুং ইয়াহিয়া খান ও দক্ষিণ ধুরং ইউনিয়নে মোহাম্মদ আজম। পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম। টেকনাফের হ্নীলায় রাসেদ মাহমুদ আলী, সাবরাং ইউনিয়নে সোনা আলী, সেন্টমার্টিনে মুজিবুর রহমান, টেকনাফ সদরে আবু ছৈয়দ, ও হোয়াইক্যং ইউনিয়নে আজিজুল হক।

ঘোষিত তালিকা অনুযায়ি নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনে বিজয়ীদের মধ্যে দলীয় মনোনয়ন পাননি মহেশখালীর কুতুবজুম ইউনিয়নে মোশারফ হোসেন খোকন, টেকনাফ সদর ইউনিয়নে শাহজাহান আলী ও কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে নুরুচ্ছফা (তিনি মনোনয়ন চাননি)।

বড় ঘোপ ইউপি চেয়ারম্যন পদে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হলেও তিনি পরবার্তিতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নে উপনির্বাচনে যিনি মনোনয়ন পেয়েছিলেন তিনি পুনরায় মনোনয়ন পেয়েছেন।

গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিতদের মধ্যে দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ফরিদুল আলম জুয়েল, মহেশখালীর মাতারবাড়িতে এনামুল হক চৌধুরী রুহুল, কুতুবদিয়ার লেইমশীখালীতে ছৈয়দ আহমদ ( তাঁর ছেলে মনোনয়ন পেয়েছেন), দক্ষিণ ধুরুং ইউনিয়নে আরিফ মোশারফ।

এদিকে ঘোষিত তালিকা অনুযায়ি নবাগত তরুণ প্রার্থীদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মনোনয়ন পাওয়া আবু ছৈয়দ বলেন, দীর্ঘদিন ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী দলের মনোনয়ন দিয়ে যে সম্মানিত করেছেন নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে এর প্রতিদান দিতে চাই।