বিশেষ সংবাদদাতা মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে বোট ভাড়া বাড়তে পারে। এ নিয়ে করণীয় নির্ধারণ করতে মহেশখালী উপজেলা প্রশাসনে এক জরুরি বৈঠক চলছে। বৈঠক সূত্র -মহেশখালীর সব খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান আজ এ নিয়ে বৈঠক বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। ভাড়া বাড়ানোর বিষয়েই এ বৈঠক বলে তিনি ইঙ্গিত দেন।
প্রসঙ্গতঃ স্পিড বোটে যাত্রী সংখ্যা কমিয়ে ভাড়া বাড়ানোর বিষয়ে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও প্রশাসনিক সূত্রে জানা যায়।