Advertisement


করোনাঃ মহেশখালীতে মাঠে প্রশাসনের তৎপরতা চলছেই


কাব্য সৌরভ।। করোনার প্রকোপ বৃদ্ধির পটভূমিতে মহেশখালীতে প্রতিদিন মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন।  সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন তারা। মাস্ক না পরায় গতকাল অন্ততঃ ২৭ জনকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) মহেশখালী জেটিঘাট, পর্যটন স্পট, গোরকঘাটা বাজার ও নতুন বাজারসহ মহেশখালীর জনসমাগম পূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। এ সময় মাস্ক না পরা স্বাস্থ্য বিধি অমান্য করায় ২৭ জনকে ৩৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে এবং মাস্ক পরা নিশ্চিত করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

সরকার ঘোষিত ১৮ দফা বিধি-নিষেধের পরিপ্রেক্ষিতে মাস্ক পরা নিশ্চিত করতে এবং লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে মহেশখালীতে এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে তা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।