Advertisement


মহেশখালীতে হঠাত্ ঝোড়োবৃষ্টি, লবণ মাঠের ব্যপক ক্ষতি


সব খবর প্রতিবেদন।। মহেশখালীতে আজ সকালে হঠাত্ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়োবৃষ্টিতে মহেশখালীর লবণ মাঠের ব্যপক ক্ষতি হয়েছে । একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো চাষেরও।


আজ ১৭ এপ্রিল (শনিবার) ভোর ৬টার দিকে হঠাত্ ঝোড়োহাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এতে মাঠে উৎপাদনের জন্য থাকা লবণের ব্যাপক ক্ষতি হয়। অনেক স্থানে বৃষ্টির পানিতে তলিয়ে যায় লবণ মাঠ, বাতাসে ছিড়ে যায় পলিথিন।

তাছাড়া মাঠে বোরো ফসলেরও ক্ষতি হয়েছে বলে স্থানীয় চাষিরা জানান। অপরদিকে ঝোড়োবৃষ্টির কারণে লোকালয়ে গ্রামের বিভিন্ন কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা ভেঙ্গে পড়ে।