Advertisement


মালয়েশিয়ায় বৃহস্পতিবার ঈদ


মালয়েশিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে সরকারিভাবে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

তবে দেশজুড়ে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) নামে লকডাউন চালু থাকায় অন্যান্য বছরের মতো এ বছর জাঁকজমকপূর্ণ ঈদ অনুষ্ঠিত হবে না।

মালায় মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে আগামী ৭ জুন পর্যন্ত এমসিও চালু রয়েছে। এর অধীনে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

এ ছাড়া লকডাউনে আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বসানো হয়েছে বিভিন্ন জায়গায়  চেকপোস্ট

লকডাউনের কারণে সব ধরনের জমায়েত আগে থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ বা সুরাও এর ভেতর ঈদের নামাজ জামাতে আদায় করা যাবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে।