Advertisement


বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন নোম চমস্কি


বাংলাদেশী এক তরুণ এর সাথে এক সংক্ষিপ্ত ফেসবুক লাইভে যুক্ত হয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন দুনিয়াখ্যাত পন্ডিত নোম চমস্কি।

নোম চমস্কি বলেন -যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের একটি পূর্বপরিকল্পিত গোপনীয় সফর ছিলো বেইজিংয়ের উদ্দেশ্যে। নতুন একটি পৃথিবী গড়ার জন্য সেখানে তার অনেক প্রশংসা হওয়ার কথা ছিল। হেনরির আচরণ এই বুঝায়, সে পাকিস্তানের আক্রমণকে এবং বিধ্বংস কর্মকাণ্ডগুলোকে সমর্থন করেছিল। যখন ভারত সেখানে হস্তক্ষেপের চেষ্টা করলো সে ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করারও হুমকি দিয়েছিল। এমনকি বঙ্গোপসাগরে সামরিক যুদ্ধজাহাজ পাঠিয়েছিলো ভারতকে হুমকি দেওয়ার জন্য। যা যা কিছু করার সম্ভব ছিল সে তাই করেছে। তার পরিকল্পিত সফরের বিরুদ্ধে গুরুতর অপরাধ হয়ে যেত, যদি সে পাকিস্তানের বিষয়ে হস্তক্ষেপ করতো।

১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি প্রসঙ্গে নম চমেস্কি বলেন, এটি অনেক বড় অপরাধ ছিল। কিসিঞ্জারকে এমন ন্যক্কারজনক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানানো উচিত। বাংলাদেশের সঙ্গে সে সময় যা হয়েছে তা আধুনিক যুগের অনেক বড় অপরাধ।

Noam Chomsky