কুতুবদিয়া সংবাদাদাতা।। শনিবার সকালে কুতুবদিয়ায় সমুদ্র থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। উদ্ধার হওয়া এ মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।
জানাগেছে, শনিবার (১৯ জুন) সকাল ১০ টারদিকে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের দক্ষিণ লেমশীখালী সমুদ্রোপকূলীয় এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কুতুবদিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানাগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।