নিজস্ব বার্তা পরিবেশক।। বহুল প্রতিক্ষিত ইউপি নির্বাচনের জন্য আগামী ২১ জুন নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ এপ্রিল নির্বাচনের তারিখ ছিল। করোনার কারণে তা স্থগীত হয়। কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে মোট ৩৩২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় ছিল। এর মধ্যে চেয়ারম্যান প্রাথী ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন ও ২২৩ জন সাধারণ সদস্য প্রার্থী অংশ নেয়।
জানাগেছে -কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৫ জন, লেমশীখালী ইউনিয়নে ৭ জন, কৈয়ারবিল ইউনিয়নে ৪ জন, বড়ঘোপ ইউনিয়নে ৫ জন ও আলী আকবর ডেইল ইউনিয়নে ৪ জন। ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে অংশ নিচ্ছে আওয়ামীলীগ (নৌকা), ৫ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ও লেমশীখালী ইউনিয়নে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। দলীয় প্রতীকে অংশ না নিলেও ৪ ইউনিয়নে বিএনপি‘র ৪ প্রার্থী নির্বাচন করছেন। এর মধ্যে ৩ জন বর্তমান চেয়ারম্যান ও একজন সাবেক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
এবার নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর ফের প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন বলে জানিয়েছেন ভোটাররা।