Advertisement


পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আজ মহেশখালী আসবেন


নিউজরুম।৷ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আজ মহেশখালী আসবেন। এ সময় তার সাথে থাকবেন মহেশখালী-কুতুবদিয়ার এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকসহ অন্যরা।

সরকরি সূত্র জানাগেছে, তিনি আজ সকাল ১০ টায় মাতারবাড়ি সফর করবেন। এ সময় ঘূর্ণিঝড় 'ইয়াস' এর কারণে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করবেন তিনি। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। পরে তার কুতুবদিয়া পরিদর্শনের কথা রয়েছে। কুতুবদিয়ায় তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করবেন।

এ সময় তার সাথে কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানাগেছে।