Advertisement


মহেশখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু


মাহবুব রোকন।। উপজেলায় অতিবৃষ্টির কারণে পাহাড় ধ্সে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৯ জুন (শনিবার) বেলা দুইটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল জানিয়েছেন -বেলা দুইটার দিকে ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়া এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এতে পাহাড় চাপা পড়ে মোহাম্মদ জোনায়েদ নামের ১১ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। জোনায়েদ ওই এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের পুত্র। স্থানীয় মাদ্রাসার এ ছাত্র দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বৃষ্টি থামলে খেলা করার জন্য বের হয়ে পাহাড় ধ্বসের শিকার হয় -জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

চলতি মৌসুমে এ পর্যন্ত পাহাড় ধ্বসে মহেশখালীতে দু'জনের মৃত্যু হলো।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন -মৌসুমের বৃষ্টি শুরুর প্রথম দিক থেকে এ পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী লোকজন নিরাপদে সরিয়ে আসার জন্য প্রশাসন মাইকিংসহ বিভিন্ন প্রচারণা অব্যহত রেখেছে।