Advertisement


বড় মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক আটক


আ ন ম হাসান ও রকিয়ত উল্লাহ।। কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ধারালো দেশীয় অস্ত্র ও একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও নগদ টাকাসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গতকাল রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে ফারুক নামের একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামিকে আটক করে নৌবাহিনী। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী, সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।