Advertisement


মাতারবাড়ি থেকে মাছ জব্দ, এতিমখানায় দান


রকিয়ত উল্লাহ।।
সরকার ঘোষিত মাছ ধরার নিষিদ্ধ সময়ে সমুদ্র থেকে মাছ ধরার অপরাধে মাতারবাড়ি থেকে বেশ কিছু মাছ জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য অফিস। মাছগুলো একটি এতিমখানায় দেওয়া হয়েছে।

জানাগেছে, মাতারবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইন-চার্জ প্রধান এসআই কাউছার হমিদ ও উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এ মাছ জব্দ করা হয়। এ সময় বিভিন্ন প্রাজাতির মোট ৪৫ কেজি ছোট মাছ জব্দ করা হয় বলে জানাগেছে। জব্দকৃত মাছগুলো মাতারবাড়ির রাজঘাট এতিমখানায় দেওয়া হয়েছে।

প্রসঙ্গতঃ সমুদ্রে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে।