জানাগেছে, রবিবার (১৩ জুন) সকালে দুই শিক্ষককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই জানান -উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম থানায় অভিযোগ করেন, বিদ্যালয়টি খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে সহায়তার নামে বিকাশের পিন পরিবর্তন শিক্ষার্থীদের টাকা আত্মসাত করে। তিনি মোবাইল ব্যাংকিং এর স্থানীয় এজেন্ট জনৈক মোহাম্মদ নাসির উদ্দিনের সাথে আঁতাত করে এ কাজ করে আসছিল। এমন অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এ দুই ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বিকার করেছে। তাদের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে শিক্ষার্থীদের ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। আরও টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান। এ ঘটনায় তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে থানায় মামলা করেছে।
এদিকে একইদিন পুলিশ আলাদা অভিযান চালিয়ে ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধের সূত্রে আরও ৮ জনকে গ্রেফতার করেছে।