Advertisement


প্রধানমন্ত্রীর ভুয়া বিশেষ সহকারী মহেশখালী পুটিবিলার প্রতারক গিয়াস উদ্দিন গ্রেফতার -ডিএমপি


ডিএমপির বিবৃতিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ছদ্মবেশে ভুয়া একজন প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি-সাইবার, ডিএমপি!

কিছু দিন ধরে অজ্ঞাত প্রতারক চক্র বেশ কিছু হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারণ করে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী, বিভিন্ন জেলা প্রশাসক এবং  বিভিন্ন কর্মকর্তাদের কাছে টাকা দাবি করে। এই চক্র কুমিল্লা জেলার এডভোকেট কামাল হোসেন এর নিকট হতে ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারণ করে প্রায় ১৫০,০০০/= টাকা নিয়েছে। উক্ত চক্র প্রতারণার অংশ হিসাবে উল্লেখিত মন্ত্রী মহোদয় এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগনের কাছে কখনো ভয়েস কল বা কখনো মেসেজের মাধ্যমে টাকা দাবি করে। আরও জানা যায় উক্ত চক্র মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় ধারন করে বিভিন্ন ব্যক্তির চাকুরী বা বদলী করবে বলে টাকা দাবি করে। কেউ অজ্ঞাত ব্যক্তির কথা মতো টাকা দিতে অস্বীকার করিলে সে ভিকটিমকে ভয়ভীতি ও সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি প্রদান করত। অনেকে মান সম্মানের আশঙ্কায় বিবাদীকে বিভিন্ন পরিমাণ টাকা প্রদান করে।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এহেন অভিযোগের ভিত্তিতে উক্ত চক্রকে শনাক্ত করে আজ ভোর ২ টা ৫ মিনিটে কুমিল্লা জেলা থেকে গিয়াস উদ্দিন কবির (৩৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে উক্ত মোবাইল ও সিম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধের কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে পল্টন থানায় মামলা নম্বর ১১, তারিখ ১০/০৭/২০২১, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৩/২৪ ধারায় রজু করা হয়।

বিজ্ঞ আদালতে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।