নিউজরুম।। মাতারবাড়ি থেকে আবারও এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম মাহাবুব আলম। তিনি কালারমার ছড়ার দক্ষিন ঝাপুয়া এলাকার জনৈক মোহাম্মদ মিয়ার পুত্র বলে জানাগেছে।
সূত্র জানিয়েছে, ১৩ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কেহেলিয়া নদীর দারাখালের মোহনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এ যুবক।
নিখোঁজ মাহবুব আলম গত কয়েক বছর ধরে কালারমার ছড়ার উত্তর নলবিলা মাঝের পাড়া (২ নং ওয়ার্ড়) এর তার শাশুর নুরুল ইসলাম এর বাড়িতে বসবাস করে আসছিলো।
তার শাশুর বাড়ি সূত্র জানায় - এ সময় তার সাথে আবু তালেব, উকিল আহমেদ ও আলি নামে ব্যক্তিও মাছ ধরতে যায়।
অনেকে বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।