রকিয়ত উল্লাহ।। মহেশখালীতে মাছ ধরতে গিয়ে এক দিন নিখোঁজ থাকার পর অবশেষে যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে মাতারবাড়ির কাছে কোহেলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানিয়েছেন, মাহবুব আলম নামের এ যুবক সঙ্গীদের সাথে মঙ্গলবার সন্ধ্যায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।
বৃহস্পতিবার সকালে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কাছে নদীতে ভাসমান অবস্থা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
নিহত মাহবুব আলম কালারমার ছড়া দক্ষিন ঝাপুয়া এলাকার জনৈক মোহাম্মদ মিয়ার পুত্র। গত কয়েক মাস ধরে এক কিলোমিটার দূরের শশুর বাড়িতে অবস্থান করে আসছিলেন তিনি।