Advertisement


মহেশখালীতে "তারুণ্য সংসদ বাংলাদেশ" এর বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি


প্রেস বিজ্ঞপ্তি।।
"তারুণ্য সংসদ বাংলাদেশ" মহেশখালী উপজেলা শাখা'র আয়োজনে দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা ববিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

“আমরাই গড়বই সবুজ পৃথিবী” এই লক্ষ্যকে সামনে রেখে ২৩'ই আগষ্ট সোমবার বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী সামাজিক-মানবিক সংগঠন "তারুণ্য সংসদ বাংলাদেশ"মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে মহেশখালীর বিভিন্ন মসজিদ  ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ  কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন তারুণ্য সংসদ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা।

এ সময় উক্ত সংসদের সভাপতি: মোরশেদ আলী সোহাগ বলেন- “আমরা পৃথিবী সবুজ রাখার যুদ্ধে যুদ্ধ করছি এবং অবিরত করেই যাব। এই-পৃথিবী সবুজ রাখতে পারলেই গোটা  মানবজাতির অস্তিত্ব সঠিক থাকবে।

সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ সহিদুল ইসলাম  বলেন,”বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করতে পেরে আমাদের সবার অন্তরে খুবই ভালো লাগছে। সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বলেন খুব অল্প সময়ে আমরা মহেশখালী উপজেলার সব ইউনিয়নে বৃক্ষ রোপণ অভিযান সমাপ্ত করব।

নিশ্চয়ই গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু উপস্থিত সকলে সবার প্রতি আহ্বান করেন যেন সবাই কমপক্ষে ১০টি করে গাছের চারা রোপন করেন।

উক্ত সংসদের আগামীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের আপামর জনসাধারণের কাছে দোয়া ও সু-পরামর্শ কামনা করছেন উক্ত সংসদ মহেশখালী উপজেলা শাখারা দায়িত্বশীলবৃন্দ।