Advertisement


মহেশখালীতে জুয়া ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক।।
মাদক, জুয়া ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কালারমার ছড়া ফকিরা ঘোনা এলাকার শত শত মুসল্লী ও যুব সমাজ, গত (৬ আগস্ট) শুক্রবার জুমা'র নামাজের পর ফকিরাঘোনা দাওয়াতুস সালাত (বন্ধন ৫০১) ইসলামিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের পর ফকিরাঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি ফকিরাঘোনার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নোনাছড়ি বাজার ও মঈনুল ইসলাম মাদ্রাসা সড়ক হয়ে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা মোঃ জাকের হোসাইন, স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম, ফকিরা ঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌ: আবু হেনা মোস্তাফা ও জসিম উদ্দিন।

মানববন্ধনে বক্তারা -এলাকার মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সকলকে একতাবদ্ধ হওয়া আহ্বান জানান। সম্প্রতি ডিজিটাল (মোবাইল) জুয়া, নেশা, চুরি বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে এবং জুয়া উৎখাতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ নেয়।

ফয়াদ//এমআর/