Advertisement


ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাত করা রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত


শাহেদ মিজান।।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাত করা উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক শিহাব কায়সার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে  রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মুহিবুল্লাহ (৫০) এফডিএমএন ক্যাম্প-১ ইস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ অফিসে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। দ্রুত কুতুপালং MSF হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহিবুল্লাহ "Arakan Rohingya Society for Peace & Human Right" (ARSPH) এর চেয়ারম্যান ছিলেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

প্রত্যক্ষদর্শীররা জানান, এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্ধুকধারীরা মোট ৫ রাউন্ড গুলি করলে তিন রাউন্ড গুলির সব ক'টি মুহিবুল্লাহর বুকে লাগে এবং গুলিতে তিনি নিহত হন। লাশ দ্রুত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।