Advertisement


গুলিবিদ্ধ হয়েছে কিশোর, সুষ্ঠু বিচার চেয়েছেন কুতুবজোম ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ পরিবার


রকিয়ত উল্লাহ।।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু'পক্ষের গুলাগুলিতে আহত নারী বিচার দাবি করেছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু হয়েছে এক কিশোর।

২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আহত পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। গুলিবিদ্ধ নারী জান্নাতুল ফেরদৌস কাজল(২৫) আহত হয়ে চিকিৎসাধীন। আহত পরিবারের সদস্যরা জানান ২০শে সেপ্টেম্বর সকালে ভোট দেওয়ার জন্য  বাড়ি থেকে বের হলে  ভোট কেন্দ্রে সংঘর্ষ হতে দেখতে পান। হঠাৎ পশ্চিম থেকে অস্ত্রধারী লোকজন এসে এলোপাতাড়ি গুলি চালালে কাজল আহত হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে আসলে সাইমুন ও গুলাবিদ্ধ হয় হাসপাতালে চিকিৎসাধাীন আছে। তার শরীরের বিভিন্ন অংশে প্রায় ৩৫টি গুলি লাগে। অপারেশন করে কয়েকটি গুলি বের করতে পারলেও গলা ও মাথার বিভিন্ন অংশের গুলি এখনো বের  করতে পারেনি চিকিৎসকরা। তারা অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী ইকরা(১৮) বলেন, আমার বাবা ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী থাকায় আমি কেন্দ্রের পাশে ছিলাম, হঠাৎ শুনি আমার বাবাকে কিরিচ দিয়ে কুপিয়ে যখম করতেছে, আমি দৌড়ে গেলে অস্ত্র ও দাও কিরিচ হাতে  রহিম,তারেক, রশিদ সাগর বাদশাকে  দেখতে পাই। আমি চিৎকার করলে আমার চাচারে এসে আমার বাবকে উদ্ধার করে নিয়ে যায়। অথচ সেই দিন অস্ত্রধারীদের গুলিতে নিহত হয় আবুল কালাম নামে এক জেলে। আমার বাবাকে ঐ ঘটনায় প্রধান আসামি করে মামলা করা হয়। আমি ঐ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।