মঙ্গলবার সকালে বিজিবির একটি বিশেষ হেলিকপ্টারযোগে মহেশখালী মাতারবাড়ি দ্বীপে পৌঁছান তিনি। সকাল এগারটায় মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার হাসানুজ্জামান সহ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
মাতারবাড়ি পৌঁছে তিনি বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় মিলিত হন। এ সময় কক্সবাজার-২ আসনের এমপি, দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ রাষ্ট্র ও সরকারের উধ্বর্তন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।
বিকেলে মন্ত্রী একই হেলিকপ্টারে কক্সবাজার শহরে পৌঁছে দলীয় ও সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করার কথা রয়েছে।
বুধবার কক্সবাজার থেকে আকাশ পথে সরাসরি ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীর।