Advertisement


মহেশখালীতে অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস করা হলো


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীর কোহেলিয়া ও ধলঘাট চ্যানেলে সাগরে ২২ দিন বন্ধের মা ইলিশ রক্ষার নিয়মিত অভিযানে অবৈধ ৪ টি বেহুন্দি জ্বাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস। এছাড়াও ধারাবাহিক ভাবে বিভিন্ন বোটে তল্লাসি চলছে।

মঙ্গলবার বিকালে  উপজেলা মৎস অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের কর্মকর্তা সাধন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম।  পরে নদীতে অবৈধ ৪টি বেহুন্দি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।  জব্দকৃত জাল গুলো কোস্ট গার্ডের সহয়তায় জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানান।