Advertisement


কুতুবজোমে নৌকার বিজয়ী চেয়ারম্যানের গাড়ী বহরে হামলা, আহত একাধিক


রকিয়ত উল্লাহ,
কুতুবজোম থেকে ।। মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান এডভোকেট শেখ কামালের বিজয়ী গাড়ি বহরের শোডাউনে সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা হামলা চালিয়েছে। এতে একাধিকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।  


সোমবার বেলা ২ টার দিকে মহেশখালী জেটি ঘাট থেকে সমর্থকদের সহয়তায় গাড়ি বহরে করে কুতুবজোমের কবির বাজার এলাকায় আসে পৌঁছালে খোকনের সমর্থকরা গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থালে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে মোহাম্মদ ইসহাক (৪৫), মোঃ ওয়াজেদ(১৩), মোঃ হেলাল(১০), জিকির আলম(৩৪) নাম পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মহেশখালী থানার ওসি আব্দুল হাই।

ওসি আরও জানান- শোডাউনের  একটা গাড়িতে হামলা হওয়ার খবর পেয়েছি। এতে ইটপাটকেলে একজন আহত হওয়েছে। এএসপিসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।  

গত ২০ সেপ্টেম্বর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী এডভোকেট শেখ কামাল বিজয় লাভ করেন। ১০ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করান। আজ তিনি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় আসার পথে তার গাড়ি বহরে এ হামলা চালানো হয়।