Advertisement


মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের সহধর্মিণীর জানাজা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর ছিদ্দিকের সহধর্মিণী ফিরোজা আক্তার বেবির জানাজা নামাজ শনিবার (৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিটে মহেশখালী পৌরসভার আওতাধীন গোরকঘাটা মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা নামাজ আদায় করা হয়। জানাজা শেষে সকাল ১১টার দিকে গোরকঘাটা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ, বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী জিয়াউল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজা আক্তার বেবি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত নেতৃবৃন্দ।