সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার শহর জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ২০ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় শহর জাসদের সভাপতি মোহাম্মদ হোছাইন মাসুর সভাপতিত্বে লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে একেএম মাহতাবুল ইসলামকে-আহবায়ক, সাংবাদিক এম. আমান উল্লাহকে সদস্য সচিব ও আবদুর রহমানকে যুগ্ন-আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট শহর জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারন সম্পাদক এড. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এড. রফিক উদ্দীন চৌং, শহর জাসদের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক নুর আহমদ,সহ-সভাপতি একেএম মাহতাবুল ইসলাম, বিপ্লব বডুয়া, এম. আমান উল্লাহ, সদস্য আজিত কুমার দাশ হিমু, মিজানুর রহমান বাহাদুর, সহ-সম্পাদক আবদুল জাব্বার, অর্থ সম্পাদক প্রদীপ দাশ, গণসংযোগ বিষয়ক সম্পাদক আবদুর রহমান, প্রচার সম্পাদক আবু তৈয়ব, শ্রম বিষয়ক সম্পাদক আলী হাসান, স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, দপ্তর সম্পাদক এসএম সোহেল, সদস্য নেজাম উদ্দীন,১নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান,২ নং ওর্য়াডের সাধারন সম্পাদক মো: রাসেল, ১১ নংওয়ার্ডের সভপাতি মেহাম্মদ তারেক, ১২ নং ওয়াডের সভাপতি রাসেল, ৭ নং ওয়াডের প্রতিনিধি নাসির উদ্দীন, ৫ নং ওয়ার্ডের প্রতিনিধি লিটন, ১০ নং ওয়ার্ডের প্রতিনিধি আরিফ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় সম্মেলন প্রস্তুতি কমিটির ১ম সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।