Advertisement


মহেশখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিচ্ছে পেশাজীবী সমবায় সমিতি


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকগণের সংবর্ধনা ও রচনা প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ করবে মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সামাজিক সংগঠন। 

এতে মহেশখালীর প্রায় দুই শতাধিক অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা দিবেন।

আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড.শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী সচিব ও মহেশখালী পেশাজীবী সংগঠনের সভাপতি মুহাম্মদ আবুল হাসেম।  

মূলত এ মহেশখালী পেশাজীবী সংগঠনের পক্ষে থেকে মহেশখালীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে থাকেন।

রকিয়ত//