মাহবুব রোকন।। সর্বশেষ ধাপে (সপ্তম) দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে। এ ধাপে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বুধবার রাতে নির্বাচন কমিশন (ইসি) এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিলে ১১১ নম্বর ক্রমিকে রয়েছে কক্সবাজারের ছোট মহেশখালীর নাম। এই দিন জেলায় শুধু ছোট মহেশখালীতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তালিকাসহ সম্পূর্ণ নির্দেশনা দেখুন।▽