Advertisement


মহেশখালীতে সাংবাদিকের উপর হামলা, মামলার পর পুলিশের তদন্ত শুরু


সংবাদদাতা প্রেরিত।।
চার সাংবাদিককে অস্ত্রের মুখে গতিরোধ করে হুমকি ও ক্যামেরা ভাংচুরের ঘটনায় মহেশখালী থানায় মামলা দায়ের করে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই।

শনিবার (১৫ জানুয়ারী) দুপুর ১টায় মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই সহ মহেশখালী থানার একটি টীম।

এসময় এএসপি জাহিদুল ইসলাম বলেন- "ঘটনার পরপরই আসামীদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে। শীঘ্রই ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।"

মামলার বাদী সাংবাদিক আ.ন.ম. হাসান জানান, আসামীরা গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে পূর্ব পরিকল্পনা মতে হামলা চালিয়েছে। এই হামলা পেশাগত কারণে হয়েছে। মুলতঃ সংবাদ প্রকাশের জের ধরেই কোন পক্ষ এই হামলা চালায়। তবে হামলাকারীরা একাধিক হত্যা মামলার আসামী শাপলাপুরের ডাঃ ওসমানের অনুসারী বলে জানায়।

উল্লেখ্য যে, ১৩ জানুয়ারী রাতে শাপলাপুরের পাহাড়ি ডালায় সাংবাদিক আনম হাসান, ফারুক ইকবাল, এসএম রুবেল ও একে রিফাতের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুর করা হয়৷