Advertisement


এবার বাজার পরিস্কার ও যানজট নিরসনে মাঠে নামলেন বাবুল চেয়ারম্যান




ইশরাত মুহাম্মদ শাহ জাহান। ।  কন্ট্রিবিউটর 

দেশের প্রথম ও একমাত্র ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাজার বড় মহেশখালী নতুন বাজারের ময়লা আবর্জনা পরিস্কার ও যানজট নিরসনে মাঠে নামলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল।

দীর্ঘদিন উপজেলার এ-ই সর্ববৃহৎ বাজারটি চতুর্থ পাশে ময়লা আবর্জনার স্তূপ, প্রধান সড়ক ও অলিগলিতে যানজট সহ নানান সমস্যায় জর্জরিত ছিল। ফলে জনসাধারণ, ব্যবসায়ী, পথচারী, ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তির শেষ ছিল না।

এই সংকট উত্তরণ ও ব্যবসায়ী, জনসাধারণ, ক্রেতা ও বিক্রেতা সহ সকলের সুবিধার্থে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল নিজ উদ্যোগে বাজার পরিস্কারে জনবল নিয়োগ দিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। সেই সাথে বাজারের সার্বিক উন্নয়নে ইজারাদার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

নতুন বাজার প্রধান সড়ক সহ অলিগলির যানজট নিরসনে টমটম, মিশুক ও অটোরিকশা মালিক সমিতি সহ চালক এবং বড় মহেশখালী নতুন বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাঁশি কে সাথে নিয়ে দুই ধাপে বৈঠকও করেছেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল।

বৈঠকে নতুন বাজারের প্রধান সড়ক যানজটমুক্ত রাখা সহ নির্দিষ্ট স্হানে গাড়ি পার্কিং, যাত্রী উঠানামা ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে জনবল নিয়োগ দেন। এর আগে নতুন বাজারের কসাইখানায় গরু জবাই করার পূর্বে ইউনিয়ন পরিষদের টোকেন সংগ্রহ, চৌকিদার রসিদ ও মালিকের বিক্রয় রসিদ প্রদর্শন পূর্বক মাংস বিক্রির জন্য মাংস ব্যবসায়ী ও কসাইদের সাথে মতবিনিময় করেন।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল বলেন, বড় মহেশখালী নতুন বাজার হচ্ছে উপজেলার ঐতিহ্যবাহি সর্ববৃহৎ বাজার। বাজারের অবকাঠামো উন্নয়ন সহ, পরিস্কার, যানজট নিরসনের জন্য আলাদা কোনো তহবিল নেই। ইউনিয়ন পরিষদ এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব বাজারের সার্বিক উন্নয়ন সহ ময়লা আবর্জনা পরিস্কার এবং যানজট নিরসনে মাঠে নেমেছি।

ইতিপূর্বে, বাজারের অবকাঠামো উন্নয়ন, মাছ বাজারে টিনশেট নির্মাণ, বাজারের সকল অলি-গলি আরসিসি ঢালাই দ্বারা সংস্কার ও সম্প্রসারণ সহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে।

ময়লা আবর্জনা পরিস্কার ও যানজট নিরসন করতে পারলেই বড় মহেশখালী নতুন বাজার ফিরে পাবে হারানো ঐতিহ্য।