নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণ বৃদ্ধির পটভূমিতে স্বাস্থ্যবিধি মানার উপর এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে -বুধবার বিকেলে উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকা এবং পৌরসভার গোরকঘাটা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে মোট ৫টি মামলায় ২৯শত টাকা জরিমানা করা হয়। মূলতঃ স্বাস্থ্যবিধি না মানানার অপরাধে এ দন্ড দেওয়া হয়।