Advertisement


কোহেলিয়া নদীর পাশে এলএনজি টার্মিনালের দাবিতে ধলঘাটায় মানববন্ধন

বার্তা পরিবেশক।। মহেশখালী উপজেলার ধলঘাটা প্রস্তাবিত এল.এন.জি টার্মিনাল কোহিলায়া নদীর পূর্বদিকে কালিগঞ্জ মৌজায় স্থাপনের দাবিতে ও অন্যান্য মেগা প্রকল্পসমূহে ভূমি অধিগ্রহণকৃত এলাকায় জমির উপযুক্ত মূল্য ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান, মেয়াদ উত্তীর্ণ ধলঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠের ব্যবস্থা, রাস্তা কাজ করাসহ চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার ধলঘাটার সর্বস্তরের মানুষ। 

"আগে প্রস্তাবিত এল.এন.জি টার্মিনাল কোহিলায়া নদীর পূর্বদিকে কালিগঞ্জ মৌজায় স্থাপনের দাবি"পরে অধিগ্রহণ” এই স্লোগানকে ধারণ করে “মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন উন্নয়ন ও বসতবিঠা রক্ষা কমিটির” এর ব্যানারে ২৫ ফেব্রুয়ারি  (শুক্রবার) বিকাল ৪ টার সময় ধলঘাটা প্রধান সড়কের মুহুরী ঘোনা বাজারের সামনে একটি বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে  বক্তব্য রাখেন, ধলঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক আহছান উল্লাহ বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আলম, মাস্টার ফরিদুল আলম বিএসহ অন্যরা।