Advertisement


ছোট মহেশখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়ান সিকদার চেয়ারম্যান নির্বাচিত

আ ন ম হাসান, কন্ট্রিবিউটর ।।  মহেশখালী ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে উৎসবের আমেজ নিয়ে সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভীড় ছিল লক্ষ্যণীয় ৷ পছন্দের প্রার্থীকে ভোট দিতে মানুষের আগ্রহের কমতি ছিলোনা কোন দিক থেকেই। কাক ডাকা ভোর হতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব, বিজেপি, আনসার ভিডিপির টহল ছিল চোখে পড়ার মতো। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কোন ধরণের সংঘাত ছাড়াই জেলার একমাত্র নির্বাচন ছোট মহেশখালী ইউপি নির্বাচন শেষ হয়েছে ৷ আইন শৃঙ্খলা বাহিনীর নজির বিহীন টহলদারী জনগণ সম্পূর্ণ আশ্বস্থ হয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছেন। ০৭ ফেব্রুয়ারি সকাল হতে ছোট মহেশখালীর প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয় ৷ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ৷ মোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৩৯৪১ ভোট পেয়ে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকের রিয়ান সিকদার ৷ তার নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া প্রতীকের সিরাজুল মোস্তফা বাঁশি পেয়েছেন ৩৩৪৯ ভোট ৷ অপরাপর চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মাষ্টার এনামুল করিম পেয়েছেন ১১৬৮ ভোট, আনারস প্রতীকের মোঃ আব্দু সামাদ ৩১৪৮ ভোট, চশমা প্রতীকের জিহাদ বিন আলী পেয়েছেন ১১৬৩ ভোট ৷

অপরদিকে পুরুষ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে ফরিদুল আলম ৬০০ ভোট, ২নং ওয়ার্ডে মকতুল হোসেন ৬৭৪ ভোট, ৩নং ওয়ার্ডে এসএম মুফিজুল হক ৮১২ ভোট, ৪নং ওয়ার্ডে রাহমত উল্লাহ ৩৮১ ভোট, ৫নং ওয়ার্ডে ছৈয়দুল করিম ৬৩৫ ভোট, ৬নং ওয়ার্ডে, ৭নং ওয়ার্ডে মোঃ সেলিম ৩৯৪ ভোট, ৮নং ওয়ার্ডে মোঃ নুরুল আলম  ৪০০ ভোট, ৯নং ওয়ার্ডে শ্রী সুজন কান্তি দে ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷

সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন- ১,২,৩ নং ওয়ার্ডে লুৎফুননেছা ২৩০৬ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে বুলবুল আক্তার ২০২০ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে নুরুজ্জাহান বেগম ৭৩৮ ভোট পেয়ে জনগণের রায়ে নির্বাচিত হন ৷