বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত মুছে ফেলতে মহেশখালী পৌরসভার ইঞ্জিনিয়ারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।
এদিকে নির্দেশ পাওয়ার পর লাভ পয়েন্ট থেকে সিমেন্টের বিজ্ঞাপন মুছে দেওয়ার কাজ করছে বলে জানান পৌরসভার উপ-সহকারী ইঞ্জিনিয়ার ও কর্মচারীরা।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান, উপজেলা প্রশাসন বা পৌরসভার অগোচরে এ বিষয়টি ঘটেছে যা একাধিক ব্যক্তি আমাদের নজরে এনেছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র জানিয়েছে -বর্তমানে রাতের আঁধারে এ বিজ্ঞাপন সরানোর কাজ করছে সংশ্লিষ্টরা।
মূলতঃ মহেশখালী জেটি সংলগ্ন আশেপাশের গোল চত্তরসহ রং করাতে মহেশখালী পৌরসভার অনুমতি কাজ শুরু করে উক্ত কোম্পানি। এই সুযোগে লাভ পয়েন্ট সিমেন্টের বিজ্ঞাপন দিয়ে রং করা হয়। এমন বিষয়টি মানুষের আবেগকে নাড়া দেয়।