মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন- আজ (২৩ মার্চ) বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালারমার ছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন চিকনিপাড়া নামক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে সহায়তা করেন মহেশখালী থানা পুলিশ, কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা। উচ্ছেদকৃত জায়গায় ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সেমিপাকা গৃহ নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবারকেও পুনর্বাসন করা হবে।
এদিকে এ উচ্ছেদ আভিযান পারিচালনার সময় স্থানীয় বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ঠিক কীভাবে আগুনের সূত্রপাত তা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।