Advertisement


জলদস্যুরা সর্বস্ব লুটে নিয়ে মেশিন বিকল করে দেওয়ায় সমুদ্রে একদিন ভাসার পর কূলে ফিরল মহেশখালীর ১৬ জেলে

জলদস্যুদের সব দিয়ে প্রাণ নিয়ে কূলে ফিরল মহেশখালীর ১৬ জেলে


কন্টিবিউটর।। সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়ে সব হারিয়ে প্রাণ নিয়ে কুলে ফিরে আসেছেন মহেশখালীর ১৬ জেলে। জেলেদের সকলই মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া বাসিন্দা।

জলদস্যুতার শিকার ফিশিং ট্রলারের মালিক খোন্দকার পাড়ার গোলামবারী মাঝি জানান- গত ৫ মার্চ তিনিসহ আরও ১৫জন মাঝিমাল্লা সাাগরে মাছধরার জন্য যায়। প্রথম দিনে প্রায় ৯'শটি ইলিশ মাছ আহরনের পর ৭মার্চ গভীর রাতে সাগরের গুলিদ্বার নামক স্থানে মাছ আহরনের জন্য জালপাতে। এ সময় আশপাশে বেশ কয়েকট ফিশিং বোটও মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এ সময় অধিক অশ্বশক্তির একটি ফিশিং ট্রলার এসে ওই ট্রলারের ২৫-৩০জন স্বশস্ত্র জলদস্যু Pirates গোলামবারী বহদ্দারের মালিকানাধীন এফবি নুরশেদ নামের ফিশিং বোটে উঠে গোলামবারীসহ অপরাপর মাঝিমাল্লাদের ব্যাপক মারধর করতে থাকে। এক পর্যায়ে জেলেদেরকে ট্রলারের কোল্ড স্টোরেজে ঢুকিয়ে তা  পেরেক পিটিয়ে লক করে দেয়।

দস্যুরা জেলেদের  ৯শ ইলিশ মাছ Hilsa fish, ৩৮ টি মূল্যবান জাল ও ৮টি মোবাইল নিয়ে নেয়।

পরে জলদস্যুরা ইঞ্জিনের যন্ত্রাংশ ভেঙ্গে বোটটি অচল করে দিয়ে চলে যায়।

জেলেরা বিকল ট্রলারটি নিয়ে সাগরে ভাসতে ভাসতে পরে অন্য একটি ট্রলারের সহায়তায় ৮মার্চ বিকালে গোরকঘাটা জেটিঘাটে ফিরে আসে।

ফিশিং ট্রলারের মালিক গোলামবারী মাঝি জলদস্যুরা বাঁশখালীর হতে পারে বলে ধারণা করছেন।