Advertisement


মৈনাক পাহাড় জুড়ে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটক দর্শনার্থীদের ঢল




বাবলু দে।।

একদিকে শীত শেষ, পালাক্রম বসন্তের মুগ্ধতা বেষ্টিত পাহাড় আর অন্য দিকে সমুদ্রের জলখেলি এ জেনো এক অন্য দুনিয়া। আজ ০১ মার্চ মহেশখালীর মৈনাক পাহাড় জুড়ে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটক দর্শনার্থীদের ঢল। পাহাড় মৈনাক চূড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে চলছে সনাতন আদি দেবতা মহাদেব খ্যাত আদিনাথের দর্শন ও শিব চতুর্দশী উপলক্ষে মাঠ প্রান্তর জুড়ে বসেছে মেলা। মেলার আয়োজন জুড়ে থাকছে বাহারি রকমের প্রদর্শনী আর নানা বৈচিত্রের জনপ্রিয় সব খেলনা সামগ্রী এছাড়াও থাকছে পর্যটক দর্শনার্থীদের বিনোদন, বিশ্রামের ব্যবস্থাও। শিব চতুর্দশী উপলক্ষে গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট, ৪০ সেকেন্ড থেকে শুরু হয়েছে শিব দর্শন, শেষ হবে আজ মঙ্গলবার রাত ১টা ৭ মিনিট ৪৮ সেকেন্ডে। এ উপলক্ষে নিরাপত্তা জোরদার, নিরবিচ্ছিন্ন সেচ্ছাসেবা, প্রাথমিক চিকিৎসা সেবা সহ নানা উদ্যোগ নিয়ে মাঠে আছেন মহেশখালীর তরুণ সেবকরা। সুষ্ঠু সুন্দর পরিবেশে মেলার আয়োজন সফল করতে  আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, সেই সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নজরদারি থাকবে সকল পর্যটক দর্শনার্থীদের উপর।