Advertisement


সোনাদিয়া থেকে ১০৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ, আরও খোঁজা হচ্ছে


বিশেষ সংবাদদাতা।। পাচারকারি চক্রের খপ্পরে পড়ে মালেশিয়া যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা শতাধিক রোহিঙ্গাকে মহেশখালীর সোনাদিয়া ও আশপাশের এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানা যাচ্ছে। উদ্ধার করা এ সব লোকজনকে সোনাদিয়ার কাছাকাছি এলাকায় সরকারের বন বিভাগের একটি চৌকিতে জড়ো করা হচ্ছে। পুলিশ বলছে এ পর্যন্ত একশোজনেও বেশী লোককে তারা উদ্ধার করতে পেরেছেন, আরও লোক ছড়িয়েছিটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে -পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে উদ্ধার কাজে সহায়তা করছেন এবং আশপাশের লোকজনের সহয়তা চেয়েছেন এই বলে -তারা যেনো বিপথগামী রোহিঙ্গাদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেন।