প্রেস বিজ্ঞপ্তি।। মহেশখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা জাতীয় শ্রমীকলীগ।
গত ২২ এপ্রিল কক্সবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক সাহেদুল আলম রানা ও সদস্য সচিব মোঃ ফয়সাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। এতে মোঃ জসিম উদদীনকে আহবায়ক, হাজি মানিক,আব্দু রহমান রিয়াজকে যুগ্ন আহবায়ক ও মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১ জন আহবায়ক, ১৪ জন যুগ্ন আহবায়ক, ১ জন সদস্য সচিব ও ৩৫ জনকে সদস্য করা হয়।
এদিকে কমিটি অনুমোদনের পর মহেশখালী উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কমিটি অনুমোদন পাওয়ার পর উক্ত কমিটির নেতৃবৃন্দরা সকলের সহযোগিতা কামনা করেন।