Advertisement


মাতারবাড়িতে ১০ শয্যার আরও একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন

আব্দুর রহমান রিটন।। প্রান্তিক মানুষদের কাছে অত্যাধুনিক ও গুণগত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ ডাক্তারদের দ্বারা পরিচালিত মাতারবাড়ির একমাত্র হাসপাতাল ‘মাতারবাড়ি ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টার’ এর শুভ উদ্বোধন হয়েছে। 

গতকাল দুপুরে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবু হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই পিপিএম। হাসপাতালটির পরিচালক কাইছারুল ইসলাম কায়েস ও বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও মাতারবাড়ি ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াবেটিস সেন্টারের উপদেষ্টা ডা. সোহেল বকস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্যা মশরফা জান্নাত, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দিদারুল আলম ও মাতারবাড়ির ইউপি সদস্য মিছবাহ উদ্দিন মজিদি।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই বলেন, ‘মানুষ বাঁচে তাঁর কর্মের মাঝে। এই অঞ্চলে এমন একটি হাসপাতাল মানুষের সেবা দানের মধ্যদিয়ে মানুষের মাঝে অমর হয়ে থাকবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালের অংশীদার আবু বক্কর ছিদ্দিক, মাস্টার কাইছারুল ইসলাম, ডা. আরমান কাদের, মাহমুদুল হাসান মানিক, এহতেশাস আলী, মাহমুদুল হক, আব্দুল মানিক, এস.আই বোরহান উদ্দিন, ম্যানেজার শাকের উল্লাহ, মনজুর আলম, মোঃ হোছাইন, জিসান উদ্দিন, হাফেজ রুহুল আমিন, সাকের উল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ।

জানা গেছে- ১০ শয্যা বিশিষ্ট মাতারবাড়ি ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারে সার্বক্ষণিক একজন গাইনী চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিবেন। পাশাপাশি মাতারবাড়ির সন্তান ডা. সাকের উল্লাহ সাগর(এমবিবিএস) ও ডা. আরমান কাদের(এমবিবিএস) এলাকার মানুষদের স্বাস্থ্য সেবা দিবেন বলে জানা যায়। অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন ডা. সোহেল বকস। এ সময় বিনা ফি’তে লোকজনকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।