Advertisement


মহেশখালীতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চেয়ারম্যান পদে ১জনসহ ১৯ জন


ডেস্ক রিপোর্ট, সব খবর।। বহুল কাঙ্ক্ষিত বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আজ বড় মহেশখালীতে চেয়ারম্যান পদে ১জনসহ মোট ১৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানায় -বড় মহেশখালীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এসএম আনসারুল করিম রাজ নামের একজন। কালারমার ছড়ায় চেয়ারম্যান পদে আজ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তাছাড়া বড় মহেশখালীতে সংরক্ষিত নারী আসনে (মহিলা মেম্বার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৭ জন। এদিকে কালারমার ছড়ায় চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও সংরক্ষিত নারী আসনে (মহিলা মেম্বার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৮ জন।

মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানিয়েছেন- একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মানার বিষয়ে প্রশাসন বেশ কঠোর রয়েছে। ইতোমধ্যে আচরণ বিধি লঙ্ঘনজনিত সকল বিষয়, যেমন প্রার্থীদের সব ধরণের প্রচারণার পোস্টার, তোরণ, ফেস্টুন সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।