Advertisement


মহেশখালীর দুই ইউপি নিবার্চনে ১৬ জন চেয়ারম্যান প্রার্থীসহ ২০৫ জনের মনোনয়নপত্র দাখিল


আব্দুর রহমান রিটন।। মহেশখালী উপজেলার আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে গতকাল (১৭ মে) ১৬জন চেয়ারম্যানসহ ২০৫ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। বড় মহেশখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৭১ জনের মনোনয়ন ফরম দাখিল করেন এবং অন্য আরেক আলোচিত ইউনিয়ন কালামার ছড়ায় চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৮৪ জনের মনোনয়ন ফরম দাখিল করেন।

বড় মহেশখালীতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আনসারুল করিম রাজু, এনায়েত উল্লাহ বাবুল, মোহাম্মদ বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল নিশান, মোহাম্মদ সালমান, মোস্তফা আনোয়ার ও মোঃ ইসহাক। এতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন মোস্তফা আনোয়ার।

কালারমার ছড়ায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন তারেক বিন ওসমান শরীফ, আকতারুজামান বাবু, নুর মোহাম্মদ,সালাউদ্দিন, হোবাইব মাহামুদ সজিব, ওসমান গণি, রবি উল্লাহ সিকদার, নুরুল ইসলাম ও সালাহ উদ্দিন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারেক বিন ওচমান শরীফ।

মহেশখালী নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রার্থীদের মনোনয়ন  যাচাই-বাছাই হবে ১৯ মে এবং প্রার্থীতা প্রত্যাহার হবে ২৬ মে। কালামার ছড়া ইউনিয়নে নারী-পুরুষ মিলে ভোটার ৩৬,১১২ জন, কেন্দ্র ১৭ টি, বুথ ১০১ টি। অপরদিকে বড় মহেশখালী ইউনিয়নে নারী-পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৩২,৪৩০ জন। কেন্দ্র ১৫ টি, বুথ ৯১ টি।

মহেশখালী উপজেলার নির্বাচন অফিসার ও দুই ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান- ইভিএম এর মাধ্যমে মহেশখালীর বড় মহেশখালী ও কালামার ছড়া ইউনিয়নের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ যাতে ঠিক থাকে সেজন্যে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।