সব খবর রিপোর্ট।। বড় মহেশখালীর ফকিরাঘোনায় আরও একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রেখেছেন আগামী বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরী। এ সময় তিনি বিনয়ের মাধ্যমে সকলের মূল্যবান ভোট প্রার্থনা করেন।
আজ সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরীর বাবা মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান মুরুব্বি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীসহ অনেকই উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় অনেকই।
স্থানীয়রা তাদের বক্তব্যে সামগ্রিক উন্নয়ন ও এলাকার বৃহৎ স্বার্থে কির্তিমান তরুণ মোস্তফা আনোয়ার চৌধুরীকে বিজয়ী করতে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার দৃঢমত ব্যক্ত করেন।
সভায় মোস্তফা আনোয়ার চৌধুরী বলেন- বড় মহেশখালীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দেখে অন্য প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা এবার ভোটারদের অনৈতিক ভাবে আয়াত্বে আনতে কালো টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বক্তরা বলেন- প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে বিনয় ও শ্রদ্ধার সাথে ভোট প্রার্নার ফলে পুরু ইউনিয়নজুড়ে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।