Advertisement


কাল বড় মহেশখালীর চেয়ারম্যান বাবুলের বিশাল গণসংবর্ধনা


সবখবর রিপোর্ট।। বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে বড় মহেশখালী নতুন বাজার মাঠে এ সংবর্ধনা সভা শুরু হবে।

সংবর্ধনা আয়োজন কমিটির এক আমন্ত্রণপত্র সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল এর কর্মী সমর্থকদের মঝে ব্যাপক উৎসাহ ও চাঞ্চল্য বিরাজ করছে। তাকে বরণ করতে তারা ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে নতুন বাজার মাঠে মঞ্চ স্থাপনের কাজ চলছে। তাছাড়া বড় মহেশখালী ও পৌরসভা অংশে দীর্ঘ প্রধান সড়কের দুই পাশে অসংখ্য তোরণ নির্মাণ করা হচ্ছে। এ সব তোরণের মাধ্যমে চেয়ারম্যান বাবুলকে স্বাগত জানানো হবে। তার কর্মী-সমর্থকদের সৌজন্যে নির্মাণ হচ্ছে এ সব তোরণ।

এদিকে আয়োজকরা জানিয়েছেন -তাদের এ শান্তিপূর্ণ গণসংবর্ধনায় কয়েক হাজার মানুষ জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। বড় মহেশখালীর আপামর জনতার আস্তার প্রতীক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।