Advertisement


মহেশখালীতে আজ শপথ নিবেন ২৪ জন ইউপি সদস্য, সকাল ১১টায় অনুষ্ঠান


বিশেষ সংবাদদাতা।। কক্সবাজারে জেলা প্রশাসকের কাছে মহেশখালীর কালারমার ছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান শপথগ্রহণের পরদিন আজ মহেশখালীতে শপথগ্রহণ করবেন এ দুই ইউনিয়ন পরিষদের ২৪ জন সদস্য (মেম্বার)। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন তাদেরকে শপথবাক্য পাঠ করাবেন। ইউপি সদস্যদের এ শপথগ্রহণের মধ্যদিয়ে মহেশখালীর এই দুই ইউনিয়নের 'পরিষদ' অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন।

মহেশখালী উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছেন - বৃহস্পতিবার (আজ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানে বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের ৬ সংরক্ষিত (নারী)সদস্য ও ১৮ সাধারণ আসনের সদস্যসহ ২৪ সদস্য শপথবাক্য পাঠ করবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট সদস্যদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা রয়েছে৷