Advertisement


বড় মহেশখালীতে আ' লীগের সভায় ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনের সিদ্ধান্ত

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সফল করতে সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে


নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ আওয়ামী লীগ বড় মহেশখালী ইউনিয়ন শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সফল ভাবে পালন করার লক্ষ্যে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোকতার আহমদ খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন।

বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সা. সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এম আজিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফা আনোয়ার, উপ-প্রচর সম্পাদক এহছানুল করিম, সদস্য মোস্তাক আহমদ তালুকদার।

বক্তব্য রাখেন শওকতুল ইসলাম, জসিম উদ্দিন, জিল্লুর রহমান মিন্টু, রাশেদ মো. সোহাগ, জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আহমদ কবির, আব্দুস সালাম বাঙালী।


বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম, আলী আহমদ মেম্বার, আলী আহমদ মুন্সি, নুরুল আমিন, হোছন আহমদ, সালাহ উদ্দিন, শফী মাস্টার, বাবু সুকুমার, মুফিজুর রহমান, লোকমান, বাবু সুজন, শহিদ উল্লাহ, মো. আলম, মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা নুরুল হক ও মো. জহির প্রমুখ।

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। ওই দিন এ উপলক্ষ্যে খতমে কোরআন, মেজবানির আয়োজন, দেয়া ও মিলাদ মাহফিলের সিদ্ধান্ত হয়।

হাফেজ নুরুল আবছার এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী তার স্বাগত ব্যক্তব্যে জাতীয় শোক দিবসের পটভূমি উল্লেখ করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সফল করতে সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।