রকিয়ত উল্লাহ।। মহেশখালীতে অস্ত্র, হত্যা, অপহরণ, পুলিশের উপর হামলা ও পুলিশকে আক্রান্ত করার মামলাসহ ১০টি মামলার এক পলাতক আসামিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা৷
১১ অগাস্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার কালারমার ছড়ার নোনাছড়ি থেকে হোয়ানক ইউনিয়নের পুইছড়া মৃত আবুল কালামের পূত্র নুর হোসেন(৪১)কে স্থানীয় সাবেক মহিলা মেম্বার মনোয়ারা বেগমের নেতৃত্বে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন -নোনছড়ি বাজার এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী নুর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, অপহরণ, পুলিশকে আক্রান্ত মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে বলেও জানান।