Advertisement


হোয়ানকে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সুব্রত আপন।।
মহেশখালীর হোয়ানকে পানিতে ডুবে আলবী আহমদ নামের ০৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ায় এ ঘটনা ঘটে। শিশু আলবি আহমদ ওই এলাকার আজমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু আলবী বাড়ির লোকজনের অগোচরে পুকুর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রেজাউল করিম জানান শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।